Header Ads

গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ - Some important words Meaning - hmmostafejur

Police meaning

Police বা পুলিশ হচ্ছে একটি দেশের দ্বারা ক্ষমতাপ্রাপ্ত আইন কার্যকর, সম্পত্তি রক্ষা, সামাজিক অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। তাদের ক্ষমতা বল বৈধতা ব্যবহারের অন্তর্ভুক্ত।

P= Polite (বিনয়ী)
O= Obedient (অনুগত)
L= Loyal (বিশ্বস্ত)
I= Intelligent (বুদ্ধিমান)
C= Courageous (সাহসী)
E= Efficient (দক্ষ)


Army meaning

Army হলো সেনাবাহিনী বা স্থল বাহিনী। একটি যোদ্ধা বাহিনী যারা প্রধানত ভূমিতে যুদ্ধ করে। বৃহৎ অর্থে সেনাবাহিনী একটি দেশের সামরিক বাহিনীর স্থল শাখা। তবে ক্ষেত্রবিশেষে সেনাবাহিনীর উড্ডয়ন শাখাও থাকতে পারে। কোন কোন দেশে সেনাবাহিনী বলতে পুরো সশস্ত্র বাহিনীকেও বুঝায় ।

A= Alert (সতর্কতা)
R= Regular (নিয়মিত)
M= Mobility (গতিশীলতা)
Y= Young (তরুন)


Teacher meaning

শিক্ষাদানের মহান ব্রত যার কাজ তাকেই শিক্ষক বা Teacher বলা হয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদানের কাজে নিয়োজিতদেরই শিক্ষক বলা হয়। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকতার কাজে যারা আছেন তাদেরকে শিক্ষক বলা হয় আর কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অধ্যাপক বলা হয়ে থাকে। 

T=Talented (প্রতিভাশালী)

E=Elegant (মার্জিত)

A=Awesome (অসাধারণ)

C=Charming (কমনীয়)

H=Helpful (সহায়ক)

E=Efficient (দক্ষ)

R=Receptive (গ্রহণযোগ্য)


Soldier meaning

Soldier বলতে বুঝায় সৈনিক বা সৈন্য। private soldier হলো, যে সৈনিক সরকারি সনদপ্রাপ্ত নয়। soldier of fortune হলো, যেকোনো রাষ্ট্র বা ব্যক্তির অধীনে ভাড়ায় যুদ্ধ করতে প্রস্তুত ব্যক্তি; ভাড়াটে সৈনিক।

S= Smart (চটপটে)

OObedient (অনুগত্য)

LLoyal (বিশ্বস্ত) 

D= Discipline (শৃঙ্খলাবদ্ধ)

IIntelligent (বুদ্ধিমান)

EEfficient (দক্ষ)

R= Respect (সম্মান)


Education Meaning

Education যা শিক্ষা প্রক্রিয়ায় কোন ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেয়া হয় এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠালাভের জন্য যে সকল দক্ষতা প্রয়োজন সেগুলো অর্জনে সহায়তা করা হয়। সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞানলাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে। 

E - Enthusiastic (উৎসাহী)

D- Dedicated (নিবেদিত)

U- Unified (একীভূত)

C- Confidence (আত্মবিশ্বাস)

A- Aim (লক্ষ্য) 

T- Tackle (সাজসরঞ্জাম)

I- Interest (স্বার্থ)

O- Opportunity (সুযোগ)

N - Nationals (জাতীয়)


Student Meaning

 Student হলো শিক্ষার্থীদের একজন শিক্ষার্থী। মূলত এমন একজন ব্যক্তি যিনি কোনও স্কুল বা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হন এবং যিনি জ্ঞান অর্জন, পেশাগত বিকাশ এবং কাঙ্ক্ষিত ক্ষেত্রে কর্মসংস্থান অর্জনের লক্ষ্য নিয়ে শিক্ষার অধীনে থাকেন। 

S-Studious (অধ্যয়নরত)

T-Talkative (কথাবার্তা)

U-United (একত্র)

D-Determined (নির্ধারিত)

E-Educated (শিক্ষিত)

N-Notable (উল্লেখযোগ্য)

T-Tolerant (সহনশীল)



















No comments

Thank you for comment.

Powered by Blogger.