Header Ads

Html কোডিং শিখুন খুব সহজেই, a to z all code with full guidline for begginer - HMMostafejur

→প্রথমেই,

♦Html কী?

উওরঃ সম্পূর্ন ওয়েব সাইট তৈরি এবং নকশা করতে যে ট্যাগ ব্যাবহার করতে Html ট্যাগ ব্যবহার করা হয়।



♦Html ব্যবহার ও পরিচিতি?

→Html এ মাএ ২টি ট্যাগ ব্যবহার
করা হয়।
open tag : <>
close tag : </>
→যেমনঃ<u>www.Djmostafezur.TK</u>

Html all code with full guidline for begginer, html color codes
html tags
html codes
html tutorial
html অ্যাট্রিবিউট
html অর্থ
html এর ইতিহাস
html শেখার সহজ উপায়
html এর পূর্ণরূপ কি
html এর ব্যবহার
html এর সুবিধা ও অসুবিধা
html কী
html কোড
html কোডিং
html ট্যাগ
html টিউটোরিয়াল
html ট্যাগ লিস্ট pdf
html পরিচিতি

★সকল এট্রিবিউট ট্যাগঃ

Name= নেম। যেমনঃ(Mostafezur)

 id= id যেমনঃ(load1)

 class=আপনার সাইটে css save করা নাম। যেমনঃ(bmenu)

align=কেন্দ্রর অবস্থান। যেমনঃ (align="left" / "right" / "center")

styel=আপনার ইচ্ছেমতো নকশা করা। যেমনঃ(background-color:#ff0000;font-color:red;)

height=এটা দিয়ে বুঝায় উচ্চতা কতটুকু হবে। যেমনঃ(100%, 100px, 100)

weidth=এটা দিয়ে বুঝায় প্রস্থ কতটুকু হবে। যেমনঃ(100%,  100px, 100)

aerial=এটা দিয়ে বুঝায় ফেইস। পিকচার টা প্রদর্শন না করলে কেমন হবে। যেমনঃ(www.Djmostafezur.TK)এটি প্রদর্শন করবে।

color= এটা দিয়ে বুঝায় রং কেমন হবে।রং তিন ভাবে দেওয়া যায়।
১)সরাসরি নাম লিখে।  যেমনঃ(red, green, black, yellow, whait)
২)সংক্ষেপে লিখে। যেমনঃ(rd, gn, yw,wt)
৩)কোড দিয়ে।  যেমনঃ(#ff0000)

size=এটা দিয়ে আপনার ইচ্ছেমতো লেখার আকার বাড়াতে কমাতে পারবেন। যেমনঃ(1,2,3,4,5,6,7,8,9,10)




→উপরের আলোকে নিচে কোডগুলোর মধ্যে "এখানে বসান"।
যেমনঃ <div class="Mostafezur">www.Djmostafezur.TK</div>






★Html tag code:

★লেখা শেষ করে নিচের সারিতে যেতেঃ
<br/>

★সকল ডিজাইন করতেঃ
<div>your Text</div>

★সকল ডিজাইন সম্পূর্ন করতেঃ
<div name="" id="" class="" align="" styel="">your Text
</div>

★স্পান স্টাইল করতেঃ
<span name="" id="" class="" styel="">your Text</span>

★লেখার আকার বুঝাতেঃ
<font color="" size="" align="" styel="">your Text</font>

★লিন্ক ব্যবহার করতেঃ
<a href="এখানে আপনার লিন্ক দিন">your Text</a>
→যেমনঃ(<a href="www.djmostafezur.tk/index.xhtml">Djmostafezur.TK</a>

★সাইটে পিকচার প্রদর্শন করাতেঃ
<img src="পিকচার লিন্ক দিন যেমনঃ(http://www.TMTrick24.tk/img/7533687/gd48gkh589f.gif)" height="" weidth="" aerial="" class=""/>

★আকার বড়ো ছোটো করতেঃ

**সবচেয়ে বড়ো "1" সবচেয়ে ছোটো "6"

<h1/2/3/4/5/6/>your Text</h1/2/3/4/5/6>
যেমনঃ<h1>text</h1>

★বড়ো করে দেখাতেঃ
<big>your Text</big>

★লেখা একবার দেখাবে আরেকবার দেখাবে নাঃ
<blink>your Text</blink>

★বিশেষ কিছু লিখতেঃ
<blank quote>your Text</blank quote>

★ছোটো করে দেখাতেঃ
<small>your Text</small>

★লেখার মাঝে দাগ কাটা দেখাতেঃ
<strike>your Text</strike>

★Storng লেখা নির্দেশ করাতেঃ
<strong>your Text</strong>

★মূল লেখার একঘড় নিচে দেখাবে এই লেখাঃ
<sub>your Text</sub>

★মূল লেখার একঘড় উপরে দেখাবে এই লেখাঃ
<sup>your Text</sup>

★Abbreviation এর ক্ষেত্রে ব্যবহৃত হয়ঃ
<abbr>your Text</abbr>

★Fixd weidth formed বা Teletype করতেঃ
<tt>your Text</tt>

★উদাহরন ভাবে দেখাতেঃ
<samp>your Text</samp>

★কোনো বিশেষ বাক্য বক্স আবার কিউট আকারে দেখাতেঃ
<code>your Text</code>

★লেখা ভেরিএবল করতেঃ
<var>your Text</var>

★লেখাকে ইটালিক লিস্ট করতেঃ
<il>your Text</il>

★প্যারাগ্রাফ আকারে দেখাতেঃ
<p>your Text</p>

★Underline করতেঃ
<u>your Text</u>

★Bold করতেঃ
<b>your Text</b>

★Italic করতেঃ
<i>your Text</i>

★Marquee করতেঃ
<marquee>your Text</marquee>

★টেবিল সারি কলাম করতেঃ
<table styel="" height="" weidth="">
<tr>কলাম করতে<tr>
<th>সারি করতে<th>
<col>কলাম করতে</col>
<td>সারি করতে</td>[বিঃদ্রঃ প্রত্ত্যেকটার মধ্যে এট্রিবিউট করা যায়।]</table>

★ভূমি সমান্তরাল রেখা তৈরিতেঃ
<hr>

★পেজের ফর্মের ইনপুট ফিল্ড তৈরিতেঃ
<input>your Text & code</input>

★লিস্ট তৈরিতেঃ
<list>your Text</list>

★অর্ডার লিস্ট তৈরিতেঃ
<ol>your Text</ol>

★আন অর্ডার লিস্ট তৈরিতেঃ
<ul>your Text</ul>

★Address তৈরি করতেঃ
<address>your address</address>

★জাভা স্ক্রিপ্ট কোড বানাতেঃ
<script srcsrc="" language="" name="" href="" styel="">your code & text</script>


★BBCode:
বিবি কোড ব্যবহার করা যায় শুধু ফোরাম & ব্লগ সাইটে লেখার জন্য।


★লেখা বেল্ড করতেঃ
[b]Bold Text[/b]

★Underline করতেঃ
[u]Underline Text[/u]

★Italic করতেঃ
[i]Italic Text[/i]

★বড় করে দেখাতেঃ
[big]Big Text[/big]

★ছোট করে দেখাতেঃ
[small] Small Text[/small]

★Marquee করতেঃ
[marquee]Marquee Text[/marquee]

★লিন্ক দিতেঃ
[url=http://urllink] Text[/url]

★ম্যানসন করতেঃ
[color=COLOR_CODE] Text[/color]

★পিছনের রং করতেঃ
[bg=COLOR_CODE] Text[/bg]

★নতুন সারি শুরু করতেঃ
[br]

★বিশেষ উদৃতি বুঝাতেঃ
[code] Text html code[/code]

★কিউট করতেঃ
[quote]wcode[/quote]

★পিকচার প্রদর্শন করাতেঃ
[img]http://পিকচার লিন্ক দিন[/img]

★ফাইল থেকে দেখাতেঃ
[file=WCODE]



আজ এ পর্যন্তই পরে অন্য কিছু নিয়ে আবার হাজির হবো।

→সকলকে ধন্যবাদ খোদা হাফেজ।

No comments

Thank you for comment.

Powered by Blogger.