Header Ads

বরিশাল বিভাগ | জানা অজানা সকল তথ্য | Barisal Division | Know unknown information | hmmostafejur

বরিশাল বিভাগ | জানা অজানা সকল তথ্য | Barisal Division | Know unknown information | hmmostafejur

বরিশাল বিভাগ | জানা অজানা সকল তথ্য | Barisal Division | Know unknown information | Trick Bangla 24

যদি বলা হয় বাংলার রানী বলা হয় কাকে???
উত্তরঃ বরিশাল।

♥♥বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি শহর। প্রাচ্যের ভেনিস নামে পরিচিত এ শহরটি বরিশাল জেলায় অবস্থিত ও এটি বরিশাল বিভাগের সদর দপ্তর। এটি বাংলাদেশ-এর একটি অন্যতম সুন্দর শহর। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহরের পুরাতন নাম চন্দ্রদ্বীপ।

♥♥নাম করন: ইংরেজ ও পর্তুগীজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে 'বরিসল্ট' বলতো। অথাৎ বড় সল্ট হলোবরিশালের মেয়েরা থেকে ী( বড় লবন) । আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো বড় বড় ছিল বলে 'বরিসল্ট' বলা হতো । পরবর্তিতে বরিসল্ট শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামে পরিচিতি লাভ করে।

♥♥ভৌগোলিক সীমারেখা:
বরিশাল জেলা ২১ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯ ডিগ্রি থেকে ৯১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত।

★ বরিশাল শহর এর আয়তন ৯৩.৬৩ বগঁ/কিঃ। বরিশাল মহানগরে প্রায় সাড়ে তিন লাখের ও বেশি মানুষ বসবাস করে।

★বরিশালের পোস্ট কোড ৮২০০, কলিং কোড ০৪৩১

★বরিশাল বিভাগে মোট ৬ টি জেলা রয়েছে। এগুলো হলো:
১)বরিশাল
২)বরগুনা
৩)ভোলা
৪)ঝালকাঠি
৫)পটুয়াখালী
৬)পিরোজপুর

★বরিশাল একটি মাত্র বিভাগ, যাদের সাথে
ভারতীয় কোন বর্ডার সংযোগ নেই।

★বরিশাল একটি মাত্র নাম, যে বিভাগের প্রতিটা
জেলার মানুষের ভাষা, বরিশালের আঞ্চলিক ভাষা।
এ রকম আর কোন বিভাগে পাওয়া যবে না।

★বর্তমানে বরিশালে শিক্ষার হার সব থেকে বেশি।

★বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ
মোহাম্মদ মোস্তফা কামাল, দেশের সাত
বীরশ্রেষ্ঠের দুইজনই বরিশালের সন্তান।

★মুক্তিযুদ্ধের সময় ৯ নম্বর সেক্টর গঠন করা
হয়েছিল বরিশালে, যার সেক্টর কমান্ডার ছিলেন
মেজর এম এ জলিল।

★রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস, সুরকার আলতাফ মাহমুদ, মধ্যযুগের বিখ্যাত কবি বিজয় গুপ্ত, কবি আসাদ চৌধরি, সাংবাদিক-"মানিকমিয়া" যার নামে করা হয়,
""ঢাকার মানিক-মিয়া এভিনিউ"" এবং সে দৈনিক
ইত্তেফাক এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন, এমনকি লেখক গাফফার চৌধরি ও বরিশালে জন্মেছেন।

বরিশালের মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই।>>

★সুফিয়া কামাল, কামিনী রায়, কুসুমকুমারী দাশের
মতো মহিলা কবিরা বরিশালে জন্মেছেন।

★""শেরে বাংলা একে ফজলুল হক"" ব্রিটিশরা তাকে
*টাইগার অব ""বেঙ্গল""* উপাধি দিয়েছিল। তার
মতো সাহসী রাজনিতিক, অসাধারণ প্রতিভাবান,বিখ্যাত বক্তার জন্মস্থান বরিশালে।

★বাংলাদেশের শ্রেষ্ঠ দার্শনিক আরজ আলী
মাতুব্বর, অশ্বিনী কুমার দত্ত আরো অনেকের জন্ম
স্থান বরিশালে।


★যাদু শিল্পি জুয়েল আইচ এর জন্ম কিন্তু বরিশালে।

★বাংলাদেশে তৃতীয় সমুদ্র বন্দর বরিশালের পায়রা
নদীতে।

★ "আবার আসিব ফিরে, ধানসিড়িটির তীরে" এই
ধানসিড়ি নদীটিও কিন্তু বরিশালে।

★ দেশের সব থেকে উঁচু সেতু - গাবখান সেতুটিও
বরিশালের ঝালকাঠিতে।

★ এছাড়াও কবি আহসান হাবিব, হানিফ সংকেত,
অভিনেতা মোশাররফ করিম, মীর সাব্বির, তানিয়া
আহমেদ, সোহেল রানা, রুবেল, সুচন্দা, মিঠুন
চক্রবর্তী, কন্ঠশিল্পি জুয়েল, নচিকেতা, বর্তমানের জনপ্রিয় ইউটিউবার তাওহীদ আফ্রিদির বাড়িও কিন্তু বরিশালে।

★কোষ্ট গার্ড এর ট্রেনিং সেন্টার বরিশালের
পটুয়াখালীতে।

★বাংলাদেশের অন্যতম পর্যাটক কেন্দ্র সাগরকন্যা (বঙ্গপসাগর)
বা কুয়াকাটা নামে পরিচিত সেটাও কিন্তু বরিশালে
অবস্থিত।

★এছাড়াও বিশ্বের অন্যতম খেলোয়ার শাহরিয়া
নাফিজ, সোহাগ গাজী, প্রসুখ ব্যক্তিবর্গও
বরিশালের।

★বরিশালে রয়েছে বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজ: বরিশাল ব্রোজমোহন কলেজ(BM College), বরিশাল ক্যাডেট কলেজ।
★রয়েছে ছারছীনা এবং চরমোনাইর মত পীরদের দরবার শরীফ।

★ভ্রমনের জন্য রয়েছে শ্বেতপদ্মা পুকুর, পাক্কাবাড়ি মেহেন্দিগন্জ্ঞ, উলানিয়া জমিদারবাড়ি, প্লানেট পার্ক, বেল্স পার্ক, গুঠিয়া জামে মসজিদ, কড়াপুর মিয়া বাড়ি, ত্রিশ গোডাউন, , দূর্গাসাগর এর মত স্থান।

★বরিশাল নদীমাতৃক বিভাগ! দেশের নদীপথের ( কির্তনখোলা, পারাপাত ১২, সুন্দরবন ১০, গ্রীন লাইন) বড় বড় লন্চও কিন্তু বরিশালে।

★সবচেয়ে বড় যে ব্যাপার বরিশাল বাংলাদেশের
খাদ্যভাণ্ডার নামে পরিচিত। বরিশালে যে পরিমাণ
খাদ্যশস্য উৎপন্ন হয়, তা দিয়ে দেশের সিংহভাগ
খাদ্য চাহিদা মেটানো হয়।

★বরিশালের মানুষগুলো অনেক সহজ সরল,
অতিথিপরায়ণ ও আন্তরিক।


Tags;trickbangla24,mostafezur বরিশাল জেলার দর্শনীয় স্থান,tourist places of barisal,barisal tourist spot,barisal tour,গুঠিয়া মসজিদ,দুর্গাসাগর দীঘি,দপদপিয়া সেতু,৩০ গোডাউন,বেলস পার্ক,প্লানেট পার্ক,মুক্তিযোদ্ধা পার্ক,durga sagar barisal,guthia mosque,dopdopia bridge,planet park barisal,bells park barisal,30 godown




No comments

Thank you for comment.

Powered by Blogger.