Header Ads

এখন থেকে পেসক্রিপশন দেখেই বুঝে যাবেন কি লিখা আছে। a to z

এখন থেকে পেসক্রিপশন দেখেই বুঝে যাবেন কি লিখা আছে। a to z



 এই সংকেত বা সাংকেতিক রুপগুলোর পরিপুর্ন রুপ হয়ত আমরা অনেকেই জানিনা। চলুন তবে আজ কোন সংকেত দ্বারা কি বোঝানো হয় তা জেনে নেই- পেসক্রিপশন

Rx-প্রেসক্রিপশন করা হলো।

Dx- রোগ নির্নয়

Hx- ইতিহাস

A,c-খাওয়ার আগে ।

P.c-খাওয়ার পরে ৷

OD- দিনে একবার

B,d-দিনে দুইবার।

T,i,d-দিনে তিন বার।

Q,i,d-দিনে চার বার।

Hs- রাতে

Sos- প্রয়োজনে

Start- এখনি

Aq-পানি।

C,c-সহিত।

H,S-শোবার সময়।

O,D-ডান চোখ।

O,L-বাম চোখ।

O.U-দুই চোখে

In,d-দৈনিক।

Non-না।

Stat-একবারে।

IIV-মাংসে।

IV-শিরায়।

D-দিনে ৷

Noctis-রাত্রি কালে।

P,r,n- অবস্থার পরিপেক্ষিতে।

S,s ss-অর্ধেক।

Ung-অয়েন্ট মেন্ট।

Tab- ট্যাবলেট

Syp- সিরাপ

Ing- ইনজেকশন

Cup- ক্যাপসুল

Caps-ক্যাপসুল।

Pil -বড়ি ৷

Syp-সিরাপ।

P.o-শুধু মুখে ৷

Gtt -ড্রপ ৷

Gtt-ফোটা।

SOS-যখন প্রয়োজন হবে।

BP-ব্লাড প্রেসার।

NAD- লক্ষ্যনীয় অসুস্থতা নেই।

Tab-ট্যাবলেট

Temp-তাপ।

Puls-হাতের নাড়ী।

L,M,P-র্সব ঋতুস্রাবের প্রথম দিন।

E,D,D-প্রত্যাশিত প্রসবের দিন।

Tsp- চা চামচ পূর্ণ।

Tbsp-টেবিল চামচ ৷

Ut dict-চিকিৎসকের নির্দেশ মত ৷

  1. Extervse only-শুধুমাত্র বাহ্যিক ব্যবহার।
1 × 0 × 1 - সকাল, এবং রাতে

1 × 1 × 1 - সকাল, দুুুুপুর, রাতে

1 × 0 × 0 - শুধুমাত্র সকালে

0 × 0 × 1 - শুধুমাত্র রাতে

0 × 1 × 0 - শুধুমাত্র দুপুরে

-- আশা করি সবাই উপকৃত হবেন।।

No comments

Thank you for comment.

Powered by Blogger.